জাপানে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আপডেট: November 30, 2021 |

রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে জাপানে। ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ হানায়, রবিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে জাপানের ইজু দ্বীপপুঞ্জে কম্পনটি প্রথম অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অবশ্য প্রথমে জাপানে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৬ বলে দাবি করেছিল। যদিও পরবর্তীকালে তা সংশোধনের মাধ্যমে ৬ দশমিক ৪ বলে জানানো হয়।

ইউএসজিএসের তথ্য মতে, এবার আঘাত হানা শক্তিশালী ওই ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল রাজধানী টোকিওর হাচিজো দ্বীপ থেকে প্রায় ৩৬১ কিলোমিটার দূরে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬ দশমিক ১ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পটিতে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১১ সালের ১১ মার্চ জাপানের সাগরের তলদেশে শুরু হওয়া এক ভূমিকম্পের দুঃসহ স্মৃতি এখনো জাপানিদের তাড়া করে ফেরে। অতি মাত্রার ওই ভূমিকম্পের কারণে ধেয়ে আসা সুনামিতে ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনা ঘটে। এতে সাড়ে ১৮ হাজারের বেশি মানুষ প্রাণ হারান। সূত্র: বিবিসি

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর