চট্টগ্রামে একটি বস্তিতে আগুন

আপডেট: December 11, 2021 |
print news

চট্টগ্রামের আগ্রাবাদ ডিটি রোড এলাকার এস আর ডি কলোনি নামক একটি বস্তিতে আগুন লেগে ৩০টি ঘর পুড়ে গেছে।

শনিবার (১১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফারুক উদ্দিন জানান, এস আর ডি কলোনিতে ভোরে অজ্ঞাত উৎস থেকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দুই ঘণ্টা চেষ্ঠা চালিয়ে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বস্তির ৩০টি ঘর পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করা যায়নি।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর