বিএনপি-জামায়াত আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্রে নেমেছে : তথ্যমন্ত্রী

আপডেট: January 9, 2022 |
print news

বিএনপি-জামায়াত জোটকে ইঙ্গিত করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশে লবিস্ট নিয়োগ করে, রাষ্ট্রপতির সংলাপে অংশ না নিয়ে তারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা আগামী জাতীয় নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে নেমেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোস্টার সাংস্কৃতিক সংসদ আয়োজিত দিন বদলের মেলায় রোববার (৯ জানুয়ারি) সকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বদলে গেছে। মানুষের আয় বেড়েছে। বিশ্বের অনেক দেশ এখন বাংলাদেশকে রোল মডেল হিসেবে দেখছে। তবে গেল ১৩ বছর বিএনপি-জামায়াত দেশে ধ্বংসাত্মক রাজনীতি না করলে দেশ আরো এগিয়ে যেত বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর