অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের খবরটি গুজব

আপডেট: January 15, 2022 |
print news

সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বারত দিয়ে অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা বলা হচ্ছে, যা সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শনিবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষামন্ত্রী সাম্প্রতিক সময়ে এ ধরনের কোনো বক্তব্য দেননি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে সরকার নিয়মিত পরিস্থিতি মনিটর করছে। করোনাসংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে আবার মিটিং হবে। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার এই মুহূর্তে শিক্ষার্থীদের টিকা প্রদান নিশ্চিত করার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।

বিজ্ঞপ্তিতে এসংক্রান্ত কোনো রকমের গুজবে কান না দিতে এবং অগাম তথ্য প্রদান থেকে বিরত থাকতে সকলকে অনুরোধ জানানো হয়।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর