জকোভিচের ভিসা আপিলও বাতিল

আপডেট: January 16, 2022 |
print news

অস্ট্রেলিয়ান ওপেন শিরোপাটা আর ধরে রাখা হলো না টেনিস তারকা নোভাক জকোভিচের। অস্ট্রেলিয়ান আদালতে রবিবার আপিলে হেরে গেছেন তিনি। জকোভিচকে দেওয়া দেশটির সরকারের নির্বাসন আদেশ বহাল রেখেছে দেশটির আদালত।

গেল শুক্রবার দেশটির অভিবাসন মন্ত্রী জনস্বার্থের কথা মাথায় রেখে জকোভিচের ভিসা বাতিলের আদেশ দেন। তার বিরুদ্ধেই আপিল করেছিলেন জোকার। তবে এবার আর জিততে পারেননি তিনি।

রবিবার দুপুরে ফেডারেল আদালতের তিন বিচারক অ্যালসপ, ও’কালাহান, ও বেসাঙ্কো জনস্বার্থের কথা মাথায় রেখে ৩৪ বছর বয়সী সার্বিয়ানের ভিসা বাতিলের সিদ্ধান্তের পক্ষেই রায় দিয়েছেন। তাদের রায়ের পক্ষে যাবতীয় তথ্য পরবর্তী সময় দেওয়া হবে বলে জানানো হয়।

তবে এ রায়ের ফলে এখন অস্ট্রেলিয়া ছাড়তে হবে তাকে। তার আগ পর্যন্ত তাকে আটকে রাখা হবে মেলবোর্নে। এখানেই শেষ নয়, এই নির্বাসনের সিদ্ধান্তের সঙ্গে সাধারণত পরের তিন বছর অস্ট্রেলিয়ায় পা রাখাতেও থাকে নিষেধাজ্ঞা।

বিশেষ বিবেচনায় না আনা হলে জকোভিচ আগামী তিন বছরও নিষিদ্ধ থাকবেন অস্ট্রেলিয়ায়। যেটা হলে চলতি বছর তো বটেই, পরবর্তী তিন বছরও বছর শুরুর এই গ্র্যান্ড স্ল্যামে দেখা যাবে না জকোভিচকে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর