দুই সপ্তাহ স্থগিত বইমেলা

আপডেট: January 16, 2022 |

করোনাভাইরাসের সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় দুই সপ্তাহের জন্য স্থগিত করা হল অমর একুশে বইমেলা।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ রোববার গণমাধ্যমে এ তথ্য নিশ্চত করেন।

তিনি বলেন, “করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে আপাতত দুই সপ্তাহের জন্য বইমেলা স্থগিত করা হয়েছে। বইমেলার পূর্ণ প্রস্তুতি রয়েছে বাংলা একাডেমির। সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক থাকলে ১ তারিখ থেকেই বইমেলা শুরু করা যেত।”

তবে এখন পর্যন্ত বই মেলার পরবর্তী তারিখের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ১১ দফা বিধিনিষেধ আরোপ করেছে সরকার।

সেখানে উন্মুক্ত স্থানে সব ধরনের সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এর মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে ১ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের অমর একুশে বইমেলা আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল বাংলা একাডেমি। মেলার স্টল তৈরির কাজও চলছিল। তবে পরিস্থিতি বিবেচনায় দুই সপ্তাহের জন্য আয়োজন স্থগিত করা হয়েছে।

মহামারী কারণে গত বছর একুশে বইমেলা দেড় মাস পিছিয়ে ১৮ মার্চ থেকে শুরু হয় এবং নির্ধারিত সময়ের দুদিন আগে ১২ এপ্রিল তা শেষ হয়ে যায়।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর