ফেব্রুয়ারিতে আসছে শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি

আপডেট: January 27, 2022 |
print news

আগামী ফেব্রুয়ারিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গণবিজ্ঞপ্তি প্রকাশে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে প্রতিষ্ঠানটি।

আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এ বিষয়ে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান বলেন, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ফাঁকা থাকা পদগুলো পূরণের জন্য আমরা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়েছিলাম।

ইতোমধ্যে তারা অনুমতিও দিয়েছে। তাই শিগগিরই আমরা বিশেষ গণবিজ্ঞপ্তি দেব। ফেব্রুয়ারির মধ্যেই এটি প্রকাশ করা হবে।

তিনি বলেন, গণবিজ্ঞপ্তিতে ১ থেকে ১৬তম নিবন্ধনধারীরা আবেদন করতে পারবেন। আমরা প্রথমে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করব, তার পর চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর