কাজল করোনায় আক্রান্ত

আপডেট: January 30, 2022 |
print news

ওমিক্রনের দাপটে নাজেহাল মুম্বাই। করোনার তৃতীয় স্ফীতিতে আক্রান্ত হচ্ছেন একের পর এক তারকা। এবার করোনা আক্রান্ত হলেন কাজল। অভিনেতা নিজেই অনুরাগীদের সেই খবর দিলেন।

রবিবার ইনস্টাগ্রাম মেয়ে নিয়াশার ছবি পোস্ট করেন কাজল। মেহেন্দি হাতে মেয়ের ছবির ক্যাপশনে কাজল জানান, নিজের ছবি পোস্ট করতে পারছেন না।

কাজল সুলভ রসিকতায় ‘ডিডিএলজে গার্ল’ জানান সর্দিতে ব্যতিব্যস্ত তিনি। তাই নিজের ছবি পোস্ট করছেন না। করোনা আক্রান্ত হওয়ায় আপাতত তিনি আইসোলেশনে রয়েছেন। মেয়েকে ‘মিস’ করছেন।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর