মিশা-জায়েদ প্যানেলের ডিনার পার্টি

আপডেট: February 19, 2022 |
print news

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে চলছে আইনি লড়াই। এরই মধ্যে পাঁচ তারকা হোটেলে ডিনার পার্টি করেছেন মিশা-জায়েদ প্যানেলের ১১ জন।

এ সময় জায়েদের সঙ্গে উপস্থিত ছিলেন অঞ্জনা, সুচরিতা, রোজিনা, আলীরাজ, ডিপজল, রুবেল, অরুণা বিশ্বাস, মৌসুমী, আতিকুর রহমান চুন্নু ও জয় চৌধুরী। বিজয়ী ১১ জন ছাড়াও অভিনেতা ওমর সানিসহ আরো কয়েকজন তাদের সঙ্গে ছিলেন বলে জানা গেছে।

১১ জনের একটি ছবি ফেইসবুকে পোস্ট করেছেন জায়েদ খান। ক্যাপশনে লিখেছেন: ‘আপনাদের ভালোবাসা আমাদের শক্তি।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।
এদিকে শিল্পী সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী জানিয়েছেন, ‘আমরা আদালতের রায় মেনে নেব। তবে অন্যরা আদালত অবমাননা করলে সেটা ভালো দেখাবে না। আমরা শুরু থেকে যেমন নমনীয় ও সহনীয় থেকেছি আগামীতেও সেই ধারা বজায় থাকবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের পরে আমাদের গেট টুগেদার হওয়ার দরকার ছিল। সেটা হয়ে উঠছিল না। বৃহস্পতিবার সবাই সময় বের করে গেট টুগেদার করলাম।’

রোজিনা ও অঞ্জনা প্রসঙ্গে তিনি বলেন, ‘রোজিনা ম্যাডাম ও অঞ্জনা ম্যাডামকে নিয়েও আমরা আলোচনা করেছি। রোজিনা ম্যাডাম আগে পদত্যাগের কথা বলেছিলেন ঠিকই, তবে তিনি সেই অবস্থান থেকে সরে এসেছেন। অঞ্জনা ম্যাডাম আমাদের সঙ্গে আবারও শপথ নেবেন বলে জানিয়েছেন।’

বৈশাখী নিউজ/ এপি

 

Share Now

এই বিভাগের আরও খবর