এবার রাশিয়ান ভদকা বর্জন!

আপডেট: March 2, 2022 |
print news

ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধে সোচ্চার যুক্তরাষ্ট্রসহ গোটা পশ্চিমা বিশ্ব। যে যেভাবে পারছে একাট্টা হচ্ছে রাশিয়ার বিপক্ষে। নানান ক্ষেত্রে বয়কট করা হচ্ছে রাশিয়াকে। সেই তালিকায় এবার যুক্ত হয়েছে রাশিয়ান ভদকা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শিক্ষা দিতে রুশ ভদকা বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ব নেতা ও রাজনৈতিক ব্যক্তিরা। এতে যুক্ত আছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অস্ট্রেলিয়ার পর্যন্ত বিভিন্ন নেতা ও বড় বড় ব্যবসায়ীরা।

বিশ্বব্যাপী সমাদৃত রাশিয়ান ভদকা। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে এই ভদকার ব্যবসায় খরা পড়তে পারে বলে মনে করছেন অনেকে। প্রতিবাদের ভাষা হিসেবে অনেকেই এর ব্যবহার বয়কট ঘোষণা করেছেন। যাদের মধ্য্যে অন্যতম তিন মার্কিন গভর্নর। মার্কিন রাজ্য ওহাইও’র গভর্নর মাইক ডিওয়াইন রুশ ভদকা বিক্রি না করার নির্দেশনা দিয়েছেন।

নিউজিল্যান্ডও পিছিয়ে নেই। রাশিয়ান ভদকার বিরাট একটি চালান ফেলে দিয়েছে তারা। পরে সেই খালি সেলফগুলো ইউক্রেনের পতাকা দিয়ে ভরে দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার বড় দুই মদ আমদানীকারক প্রতিষ্ঠান ড্যান মারফি এবং বিডব্লিউএস ইতোমধ্যে রুশ ভদকার বিক্রি বন্ধ করেছে।

যুক্তরাষ্ট, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো ফিনল্যান্ড ও ডেনমার্কের কিছু ব্যবসায়ী রুশ ভদকা বিক্রি থেকে নিজদের বিরত রেখেছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর