যুক্তরাষ্ট্র ২২ রুশ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিল

আপডেট: March 3, 2022 |
print news

রাশিয়ার ২২টি সামরিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন হামলায় রাশিয়ার সহযোগী দেশ হিসেবে বেলারুশের নাম উল্লেখ করে পূর্ব ইউরোপের এই দেশটির ওপরও নিষেধাজ্ঞা দেয়ার কথা জানিয়েছে হোয়াইট হাউস।

রাশিয়ার ২২টি প্রতিষ্ঠান যেগুলো যুদ্ধবিমান, সাঁজোয়া যান, যুদ্ধবিষয়ক সফটওয়্যার ও ক্ষেপণাস্ত্র তৈরিতে জড়িত সেগুলোর ওপর এই অবরোধ দেয়া হয়েছে।

সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া থেকে বেলারুশে সমরাস্ত্র ও যুদ্ধকৌশল বিষয়ক তথ্য লেনদেন বন্ধে ফের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় রুশ উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে পরাশক্তিটি। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এর আগে একই নিষেধাজ্ঞা দিয়েছে।

গত ২৩ ফেব্রুয়ারি ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে প্রথম ব্যবস্থা নেয় আমেরিকা। পূর্ব ইউরোপে সেনা পাঠানোর পাশাপাশি রুশ আর্থিক প্রতিষ্ঠানের ওপর দেয় নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞায় পড়েছেন রুশ ধনকুবের ও তাদের পরিবারও।

নিষেধাজ্ঞায় পড়া প্রতিষ্ঠানগুলো হলো ভিইবি এবং রাশিয়াস মিলিটারি ব্যাংক।

এর আগে রাশিয়ার তিন ব্যবসায়ী ও পাঁচ ব্যাংকে নিষেধাজ্ঞা দেয় ব্রিটেন। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, নিজেদের পাশাপাশি মিত্রদের রক্ষায় প্রস্তুত তারা।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর