কিয়েভ টিভি টাওয়ারে হামলার দায় স্বীকার রাশিয়ার

আপডেট: March 3, 2022 |
print news

ইউক্রেনের কিয়েভ টিভি টাওয়ারে হামলার দায় স্বীকার করেছে রাশিয়া। রাশিয়ার ভাষায়, এর মধ্য দিয়ে ইউক্রেনের তথ্য আক্রমণ নস্যাৎ করা হয়েছে। এদিকে, টিভি টাওয়ারে হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে বলে দাবি কিয়েভের।

এর আগে হামলার বিষয়ে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রুশ বাহিনীর হামলার কারণে টিভি ভবনের কিছু সরঞ্জামের ক্ষতি হওয়ায় চ্যানেলগুলোর সম্প্রচার কিছু সময়ের জন্য বন্ধ থাকে।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র ইগর কোনাশেনকভ দাবি করেন, কিয়েভে ইউক্রেনের নিরাপত্তা পরিষেবার প্রযুক্তিগত সুবিধা এবং মনস্তাত্ত্বিক অপারেশনের জন্য ৭২তম প্রধান কেন্দ্রকে অত্যধুনিক প্রযুক্তির-নির্ভুল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তার দাবি, হামলায় কেবল টিভি টাওয়ারের সম্প্রচার সরঞ্জাম নিষ্ক্রিয় করা হয়েছে। তবে আবাসিক ভবনগুলির কোনও ক্ষতি হয়নি।

এদিকে ইউক্রেনীয় কর্তৃপক্ষের পাল্টা দাবি, টিভি টাওয়ারে রুশ হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। টিভি কন্ট্রোল রুম এবং একটি পাওয়ার সাবস্টেশনে আঘাত হানার পর কিছু চ্যানেল অল্প সময়ের জন্য বন্ধ হয়ে যায় বলেও জানায় ইউক্রেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কিয়েভের বাসিন্দাদের সতর্ক করা হয় রুশ সৈন্যরা নগরের বিশেষ বিশেষ লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি নিচ্ছে।

মঙ্গলবার কিয়েভে হামলার হুমকি দিয়ে এক বিবৃতি দিয়েছিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে তারা জানায়, ‘ইউক্রেনের নিরাপত্তা বিভাগের প্রযুক্তি কেন্দ্র এবং প্রধান সাই-অপ সেন্টার’ টার্গেট করে হামলা চালানো হবে।

তাই এসব সামরিক স্থাপনার কাছাকাছি এলাকা থেকে বেসামরিক লোকজনকে দ্রুত সরে যেতে বলা হয়েছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর