শুভ জন্মদিন আলিয়া

আপডেট: March 15, 2022 |
print news

বলিউডের এ প্রজন্মের অন্যতম মেধাবী ও জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু হলেও প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসাবে ২০১২ সালে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। প্রথম সিনেমায় বাজিমাত করেন তিনি। সিনেমাটি সে বছরের বক্স অফিসে সাফল্য অর্জন করে। এরপর বেশ কিছু দর্শকনন্দিত সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

চরিত্রের জন্য নিজেকে বারবার ভেঙেছেন, আবার গড়েছেন। যার ফলে দর্শকদের মনে তার প্রতি আলাদা আসন তৈরি হয়েছে। কদিন আগেই তিনি গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি চরিত্রে চমকে দিয়েছেন। সঞ্জয়লীলা বানসালি পরিচালিত এই সিনেমায় আলিয়ার দুর্দান্ত অভিনয় ব্যাপক আলোচিত হয়েছে।

আজ ১৫ মার্চ আলিয়া ভাটের জন্মদিন। ২৯ টা বসন্ত পার করে ফেললেন বলিউডের অন্যতম এই ব্যস্ত নায়িকা। ১৯৯৩ সালের ১৫ মার্চ চিত্রনির্মাতা মহেশ ভাট এবং নায়িকা সনি রাজদানের ঘরে জন্ম নেন এ নায়িকা। বলিউডে টিকে থাকার ব্যাপারে প্রথমে সবাই একটু সন্দিহান হলেও আলিয়াকে মোটেই বেগ পেতে হয়নি। পারিবারিক ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি অভিনয়ে সবার মন কেড়ে নেন তিনি।

আলিয়া সবসময়ই বলিউড তারকা হতে চেয়েছিলেন। ছয় বছর বয়সে তিনি ১৯৯৯ সালের চলচ্চিত্র সংঘর্ষে প্রীতি জিন্টার ছোটবেলার চরিত্রে অভিনয় করেন প্রথম। এরপর শুধু তার এগিয়ে যাওয়ার গল্প।

ইমতিয়াজ আলীর ‘হাইওয়ে’ সিনেমায় অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন আলিয়া। এরপর ‘টু-স্টেটস’ সিনেমাটিও ভাল সাড়া ফেলে। অল্পদিনেই বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন আলিয়া। বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ক্যামেরার লেন্স ঘুরতে থাকে আলিয়াকে কেন্দ্র করে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর