কখন পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে জানাল রাশিয়া: বিবিসি

আপডেট: March 23, 2022 |
print news

সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে বুধবার ২৮তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ২৭ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।

সামরিক অভিযানের বর্তমান পরিস্থিতিতে দেশটির মুখপাত্র দিমিত্রি পেসকভ স্পট করলেন কখন তার দেশ ব্যবহার করবে পরমাণু অস্ত্র।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘সিএনএন’ এর পক্ষ থেকে তাকে প্রশ্ন করা হয়, প্রেসিডেন্ট পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করছেন কিনা, এর জবাবে পেসকভ বলেন, “আমাদের জাতীয় নিরাপত্তার একটি ধারণা আছে এবং এটি সর্বজনীন, আপনি পারমাণবিক অস্ত্র ব্যবহারের সমস্ত কারণ পড়তে পারেন।”

তিনি বলেন, “রাশিয়া কেবল তখনই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে যখন দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে।”

“সুতরাং এটি যদি আমাদের দেশের জন্য একটি অস্তিত্বের হুমকি হয়, তবে এটি (পারমাণবিক অস্ত্র) আমাদের ধারণা অনুসারে ব্যবহার করা হতে পারে।”

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২৮ ফেব্রুয়ারি, ইউক্রেনে সামরিক অভিযান শুরুর মাত্র চার দিনের মাথায়, বলেছিলেন যে তিনি রাশিয়ার কৌশলগত পারমাণবিক বাহিনীকে বিশেষ সতর্কতায় রেখেছেন। সূত্র: বিবিসি

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর