ইউক্রেন নিয়ে আলোচনা করতে বাইডেন এখন ব্রাসেলসে

আপডেট: March 24, 2022 |
print news

গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পৌঁছেছেন। সেখানে ন্যাটো এবং ইউরোপীয় মিত্রদের সাথে দেখা করবেন বাইডেন। এছড়া ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়ার বিরুদ্ধে নতুন দফা নিষেধাজ্ঞা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করতে এবং কঠোরভাবে সেগুলো বাস্তবায়ন নিশ্চিত করতে কাজ করবেন।

এছড়া বিদ্যমান নিষেধাজ্ঞাগুলোকে আরও কঠিন করতে সহযোগী দেশগুলোর সঙ্গেও কাজ করবেন বলে জানান সালিভান।

গতকাল বুধবার ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ “আমাদের নিরাপত্তার জন্য একটি নতুন হুমকি। তিনি বলেন, আশা করি, নেতৃবৃন্দ জোটের পূর্ব অংশে, স্থলে, আকাশপথ এবং পানিপথে শক্তি বৃদ্ধির পাশাপাশি সমস্ত এলাকায় ন্যাটোর অবস্থানকে আরও শক্তিশালী করতে সম্মত হবেন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর