ফের বাড়লো ডলারের দাম

আপডেট: March 24, 2022 |
print news

রপ্তানির তুলনায় আমদানি বেশি হারে বাড়ছে। রেমিট্যান্স আসছে আগের চেয়ে কম। এতে বৈদেশিক মুদ্রবাজারে বাড়তি চাপ তৈরি হয়েছে।

ফলে বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন ব্যাংকের কাছে প্রচুর ডলার বিক্রির পরও ডলারের দর বাড়ছে।

এবার আন্তঃব্যাংক লেনদেনে প্রতি ডলারে আরও ২০ পয়সা বেড়ে এখন ৮৬ টাকা ২০ পয়সায় উঠেছে।

খোলাবাজার থেকে নগদ ডলার কিনতে গুণতে হচ্ছে ৯০ টাকার বেশি। সংশ্লিষ্টরা জানান, করোনার কারণে অর্থনীতিতে দীর্ঘ স্থবিরতা ছিল। তবে করোনা সংক্রমণে কমে যাওয়ায় আমদানিতে বাড়তি চাহিদার কারণে গত আগস্ট থেকে বৈদেশিক মুদ্রাবাজারে চাপ শুরু হয়।

গত আগষ্টের শুরুতে: ব্যাংকে প্রতি ডলারের মূল্য ছিল ৮৪ টাকা ৮০ পয়সা। ৩ আগস্ট থেকে দু’এক পয়সা করে বেড়ে গড় ২২ আগস্ট প্রথমবারের মতো ডলারের দাম ৮৫ টাকা ছাড়ায়।

এরপর গত ৯ জানুয়ারিতে ৮৬ টাকা হয়। গত মঙ্গলবার আন্তঃব্যাংকে ডলারের দাম আরও ২০ পয়সা বেড়ে হয়েছে ৮৬ টাকা ২০ পয়সা। এর মানে সাড়ে ৭ মাসে প্রতি ডলারে দর বেড়েছে এক টাকা ৪০ পয়সা বা ১.৬৫%।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর