ইমরানের সঙ্গে পাকিস্তান সেনাপ্রধানের সাক্ষাৎ

আপডেট: April 10, 2022 |
print news

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। এমনটাই দাবি করেছে রয়টার্স। অনাস্থা ভোট নিয়ে অচলাবস্থার মধ্যেই শনিবার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হলো।

দুটি সূত্র থেকে রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে। অনাস্থা ভোটের আগে পার্লামেন্ট হঠাৎ মুলতবি হওয়ার কয়েক ঘণ্টা পর এই বৈঠক হয়। তবে প্রধানমন্ত্রী ইমরান খান ও সেনাপ্রধানের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি।

প্রসঙ্গত, ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের অধিবেশন চতুর্থবারের মতো মুলতবি করা হয়। এশার নামাজ শেষে স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে এ অধিবেশন শুরুর কথা ছিল।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর