গৃহবধূকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা

আপডেট: April 14, 2022 |
print news

নারায়ণগঞ্জের বন্দরে জলি আক্তার অনিকা নামে এক সন্তানের জননী গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়েছে স্বামী। ঘটনার পর থেকে স্বামী পলাতক।

বুধবার বিকালে উপজেলার শাহীমসজিদ কোর্টপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার চর্চা তলা গ্রামের আবুল কালামের মেয়ে ও অটোরিকশা চালক আশিকউল্লাহর স্ত্রী।

বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক সাহা জানান, রাতের কোনো এক সময় আনিকাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার করা হয়। পরে লাশ গুমের উদ্দেশ্যে বাড়ির পাশে একটি নির্জনস্থানে নিয়ে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

পলাতক স্বামী আতাউল্লাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার ছোটভাইকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর