মা হচ্ছেন শারাপোভা

আপডেট: April 20, 2022 |
print news

পাঁচ বারের গ্র্যান্ড স্লাম জয়ী টেনিস তারকা শারাপোভার জন্মদিন ছিল মঙ্গলবার। সে দিনই ইনস্টাগ্রামে নিজের মা হওয়ার কথা জানিয়েছেন তিনি। জানালেন তিনি অন্তঃসত্ত্বা।

৩৫ বছর বয়সী এই টেনিস তারকা ইনস্টাগ্রামে নিজের একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘শুরুটা মূল্যবান। দু’জনের জন্য জন্মদিনের কেক খাওয়া সব সময়ই আমার জন্য স্পেশ্যাল।’

এই বছরের শেষে বা ২০২৩ সালের শুরুতে সন্তানের জন্ম দেবেন শারাপোভা।

২০২০ সালের ফেব্রুয়ারিতে টেনিস থেকে অবসর নিয়েছিলেন শারাপোভা। সেই বছরই ডিসেম্বরে ব্রিটিশ ব্যবসায়ী আলেকজান্ডার গিলকেসের সঙ্গে বাগদানের কথা ঘোষণা করেন।

এক বার করে অস্ট্রেলিয়ান ওপেন (২০০৮), উইম্বলডন (২০০৪) এবং ইউএস ওপেন (২০০৬) জিতেছেন শারাপোভা। দু’বার ফরাসি ওপেন (২০১২, ২০১৪) জিতেছেন। রাশিয়ার তিনিই এক মাত্র মহিলা যিনি চারটি গ্র্যান্ড স্লামই জিতেছেন।

সূত্র: আনন্দবাজার

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর