নিউমার্কেটে সংঘর্ষ: নিহত নাহিদের বাবার মামলা

আপডেট: April 21, 2022 |
print news

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেটের দোকান মালিক-কর্মচারী ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে নিহত কুরিয়ার কর্মী নাহিদের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার রাতে নিউ মার্কেট থানায় মামলাটি করা হয়। তবে মামলায় আসামিদের নাম পরিচয় উল্লেখ করা হয়নি। বৃহস্পতিবার রাতে নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার শরীফ মুহাম্মদ তারিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের মধ্যে পড়েন নাহিদ। এসময় বেধড়ক মারধরে জ্ঞান হারিয়ে দীর্ঘ সময় রাস্তায় পড়েছিলেন তিনি। পরে শুভ নামের এক ব্যক্তি আহত অবস্থায় নাহিদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

শারীরিক অবস্থার অবনতি হলে ওইদিন বিকেলেই নাহিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্টে। পরে রাত ৯টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর