কোভিডে আজও মৃত্যু নেই, শনাক্ত ১৯

আপডেট: April 28, 2022 |
print news

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। একই সময়ে আরও ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫২ হাজার ৬৪৪ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২৭ জন।

গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬২২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪১ শতাংশ।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
এর আগের ২৪ ঘণ্টায়ও করোনায় কেউ মারা যাননি এবং শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৪৭ শতাংশ। করোনা শনাক্ত হয়েছিল ২৩ জনের।এদিকে, বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) তাণ্ডব কয়েক দিন ধরেই নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছেন এক হাজার ৭৭৮ জন। একই সময় নতুন করে এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৮১ হাজার ৪৮৫ জন।

এর আগের দিন সোমবার (২৫ এপ্রিল) বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ৯৭৭ জন। একই সময় ভাইরাসটিতে সংক্রমিত হন ৪ লাখ ৫৮ জন। তার আগের দিন রোববার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আক্রান্ত হন ৫ লাখ ৪৮ হাজার ৬৯৮ জন। অন্যদিকে মারা যান ১ হাজার ৫২৪ জন।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী মঙ্গলবার (২৬ এপ্রিল) পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫০ কোটি ৯৯ লাখ ২৯ হাজার ৮৮৫ জন।

ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৪৫ হাজার ৮০ জনে। আর মোট সুস্থ হয়েছেন ৪ কোটি ৬৩ লাখ ২৮ হাজার ৯২২ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ২৭ লাখ ৩৩ হাজার ৮৬৩ জন। এ ছাড়া মোট মৃত্যু ১০ লাখ ১৮ হাজার ৫৮২ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ৬২ হাজার ৯৭ জন সংক্রমিত হয়েছে। মৃত্যু ৫ লাখ ২২ হাজার ২২৩ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৩ লাখ ৫৫ হাজার ৯১৯ জন এবং মোট মৃত্যু ৬ লাখ ৬২ হাজার ৭৭৭।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ২ কোটি ৮৩ লাখ ১৭ হাজার ৯১৫ জন। এর মধ্যে মৃত্যু ১ লাখ ৪৫ হাজার ২৫৭ জন।

পঞ্চম স্থানে উঠে আসা জার্মানিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত ২ কোটি ৪২ লাখ ২৭ হাজার ৬৮০ জন। এর মধ্যে মৃত্যু ১ লাখ ৩৪ হাজার ৮১৭ জন।

আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, রাশিয়া সপ্তম, দক্ষিণ কোরিয়া অষ্টম, ইতালি নবম ও তুরস্ক দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৪২তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর