নিরাপদ আশ্রয় খোজা ইউক্রেনীয়দের রাশিয়া পাঠানো বিবেকবর্জিত কাজ : পেন্টাগন

আপডেট: May 10, 2022 |
print news

রুশ আগ্রাসনের মুখে ইউক্রেন থেকে পালিয়ে আসা বেসামরিক লোকজনকে তাদের ইচ্ছার বিরুদ্ধে রাশিয়া পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।

সোমবার পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এক সংবাদ সম্মেলনে বলেন, যুদ্ধক্ষেত্র থেকে প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে বের হওয়া ইউক্রেনীয়দের জোর করে রাশিয়া পাঠানো ‘বিবেকবর্জিত’ কাজ।

তিনি বলেন, এ পর্যন্ত রাশিয়ার বিভিন্ন ক্যাম্পে ১২ লাখ ইক্রেনীয়কে জোর করে পাঠানো হয়েছে। তাদের এ ধরনের আচরণকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, গত এপ্রিল থেকে বেসামরিক লোকদের নিরাপদ আশ্রয়ের নামে জোর করে রাশিয়ায় পাঠানো শুরু করেছে রুশ বাহিনী।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর