নতুন অ্যালবাম নিয়ে ভক্তদের সামনে বিয়ন্সে

আপডেট: June 22, 2022 |
print news

যুক্তরাষ্ট্রের সবচেয়ে সফল গায়িকা বিয়ন্সে নোয়েলস গত সপ্তাহেই ঘোষণা দিয়েছিলেন নতুন অ্যালবাম প্রকাশের কথা। আর এখন তিনি ওই অ্যালবামের একটি গান ভক্ত-শ্রোতাদের জন্য প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২১ জুন) বিয়ন্সে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পেইজে এই গান প্রকাশের ঘোষণা দেন। নিজের প্রোফাইলে তিনি লেখেন, “৬. ব্রেক মাই সোল মিডনাইট ইটি।”

‘ব্রেক মাই সোল’ শিরোনামের এই গানটি আগামী ২৯ জুলাই প্রকাশ হতে যাওয়া ‘রেনেসাঁ’ অ্যালবামের প্রথম প্রকাশিত গান। রেকর্ড সংখ্যক গ্র্যামি পুরস্কার জয়ী এই শিল্পীর সপ্তম স্টুডিও অ্যালবাম এটি।

এরআগে বিয়ন্সের প্রকাশিত সর্বশেষ একক গান ছিলো ‘ব্ল্যাক প্যারেড’ যা ২০২০ সালে ‘জুনটিনথ’ দিবস উপলক্ষ্যে প্রকাশ করা হয়। এই তারকার সর্বশেষ প্রকাশিত পূর্ণ অ্যালবাম ছিলো ২০১৬ সালের ‘লেমোনেড’।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর