ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

আপডেট: July 18, 2022 |
print news

ফরিদপুরের ভাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় সিয়াম শেখ (৮) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

রবিবার সকালে স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম শেখ উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কোষাডাঙ্গা গ্রামের নওয়াব আলী শেখের ছেলে।

স্থানীয় নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আলমগীর খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিয়াম স্থানীয় একটি কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলো। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে তারাইল-গোয়ালন্দ আঞ্চলিক সড়কের বালিয়াহাটি বাজারের কাছে পৌঁছালে ইজিবাইকের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পায়। পরে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর