আজ থেকে সয়াবিন তেলের নতুন দাম কার্যকর

আপডেট: July 21, 2022 |
print news

আন্তর্জাতিক বাজারে দাম কমে আসার কারণে দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারের ১৪ টাকা করে কমাতে সম্মত হয়েছেন মিল মালিকরা। বৃহস্পতিবার থেকে কার্যকর হচ্ছে নতুন দাম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

নতুন দাম অনুসারে, খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৬৬ টাকা, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৮৫ টাকা এবং পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯১০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাম তেলের দামও ছয় টাকা কমানো হয়েছে। পাম তেলের নতুন দাম ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমার প্রেক্ষিতে দেশীয় বাজারে দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়। এরই আলোকে ব্যবসায়ীদের সাথে কথা বলে আজ দাম পুননির্ধারণ করা হয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর