মহাকাশে পৌঁছেছে চীনের স্পেস স্টেশনের নতুন মডিউল

আপডেট: July 26, 2022 |
Boishakhinews24.net 385
print news

মহাকাশে নিজস্ব ‘স্পেস স্টেশন’ বানাচ্ছে বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশ চীন। চীনের নির্মাণাধীন ‘তিয়ানগং’ স্পেস স্টেশনের দ্বিতীয় মডিউল ‘ওয়েনতিয়ান’ মহাকাশে পাঠিয়েছে দেশটি।

ওয়েনতিয়ানের জন্য জুন মাসেই তিন নভোচারীকে মহাকাশে পাঠিয়েছে দেশটি। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, রোববার (২৪ জুলাই) সকালেই তিয়ানগংয়ের উদ্দেশ্যে ওয়ানতিয়ান উৎক্ষেপণ করে চীন।

‘লং মার্চ ৫বি’ রকেটে চড়ে হাইয়ান প্রদেশের ‘ওয়েনচেং স্পেস লঞ্চ সাইট’ থেকে যাত্রা শুরুর ১৩ ঘণ্টা পর নির্মাণাধীন তিয়ানগংয়ে পৌঁছেছে স্পেস মডিউলটি।

চীনের নভোচারীদের জন্য নির্মাণ ও গবেষণা সামগ্রী বহন করে নিয়ে গেছে ওয়েনতিয়ান।

তিয়ানগং স্টেশনে নানা বৈজ্ঞানিক পরীক্ষা চালাতে ওই গবেষণা সরঞ্জাম ব্যবহার করবেন নভোচারীরা।

দ্বিতীয় মডিউলটি যোগ হওয়ার পর আরও তিনজনের ঘুমানোর জায়গা যোগ হলো চীনের নির্মাণাধীন স্পেস স্টেশনটিতে। এছাড়াও এতে একটি বাড়তি এয়ারলক যোগ হলো।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর