চীনের উহানে আবারও করোনার হানা

আপডেট: July 27, 2022 |
print news

আবারও করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে চীনের হুবেই প্রদেশের উহান শহরে। এ কারণে বুধবার থেকে পরবর্তী তিন দিন হাটবাজার থেকে শুরু করে যানবাহন সব কিছু বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

আলজাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, হুবেই প্রদেশের উহান শহরে নতুন করে চারজনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছে। নতুন করে আবারও সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

নতুন করে সংক্রমণ দেখা দেয়ায় তিন দিন শব কিছু বন্ধ রাখা হবে। এ সময়ে কাউকে উহান থেকে বাইরে যেতে এবং বাইরে থেকে উহান আসতে নিষেধ করা হয়েছে।

এদিকে করোনা প্রতিরোধে উহানের ১ কোটি ১০ লাখ জনসংখ্যার প্রত্যেককে আবারও করোনা পরীক্ষার আওতায় আনার পরিকল্পনা নেয়া হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর পর কঠোর বিধিনিষেধের মাধ্যমে বেইজিং করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর