ট্রাকের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত

আপডেট: July 29, 2022 |
print news

বগুড়া শহরতলীর মাটিডালি এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন বলে জানা গেছ। নিহতরা বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

নিহতরা হলেন- শহরতলীর ধর্মপুর এলাকার আলহাজ কাজল শেখের ছেলে রেদোয়ান হাসান (২০) এবং একই এলাকার শাহিন শেখের ছেলে সাদিক হাসান (২০)। বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাবু সাহা জানান, মহাস্থান থেকে ছেড়ে আসা ট্রাকটি বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালি এলাকায় আসলে অপরদিক থেকে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।

তিনি আরও জানান, মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর