কোনাবাড়ীর ৬টি ওয়ার্ডে আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আপডেট: July 30, 2022 |
print news

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানাধীন ০৭ থেকে ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩০ জুলাই বিকেলে কোনাবাড়ি বিসিক ২ নং গেটে অনুষ্ঠিত হয়।
কোনাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ সরবেশ আলীর সভাপতিত্বে পরিচিতি সভায় ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মন্ত্রী আ. ক .ম মোজাম্মেল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান।

IMG 20220730 234947

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ শেখ আক্কাছ আলী।

কোনাবাড়ী ১০ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনকে নির্বাচিত করায় মুক্তিযোদ্ধা মন্ত্রী আ. ক .ম মোজাম্মেল হক ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান কে ধন্যবাদ জানান।

এ সময় তিনি বলেন, আগামী গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ও জাতীয় সংসদ নির্বাচনে যাকে ঐ নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করে নৌকার বিজয়ী করব।

সভায় ,০৭ থেকে ১২ নং ওয়ার্ডের আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় ও কোনাবাড়ী থানা মহিলা আওয়ামী লীগের আংশিক কমিটির ঘোষণা করা হয়েছে।

মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ মোঃ আসাদ উল্লাহ আসাদ জানান,এর আগে ২০০৩ সনে আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছিল।

গাজীপুর মহানগর আ,লীগের সদস্য ও সাবেক কাউন্সিলর মোঃ খলিলুর রহমান এম এ জানান, গাজীপুর মহানগর আওয়ামীলীগ এর ৬টি ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ওয়ার্ড গুলোর মধ্যে ৭,৮,৯,১০,১১ ও ১২ নং ওয়ার্ড। এর আগে এই ৬টি ওয়ার্ডে ৬-জনকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ৫-জনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়। এর মধ্যে শুধু মাত্র ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদটি শূন্য ছিল। দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ কমিটিও না থাকায় গঠনতন্ত্র অনুযায়ী আজ শনিবার (৩০ জুলাই) কোনাবাড়ি বিসিক শিল্পনগরীর গেটে বিকেল ৫টায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার হয়েছে। ৬টি ওয়ার্ডের মধ্যে ১০নং ওয়ার্ড আ,লীগের সাধারণ সম্পাদকের পদ এ মোঃ তোফাজ্জল হোসেন এর নাম ঘোষণার মধ্যোদিয়ে পূরণ হয়েছে ৬টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ ।এ সময় সেই সঙ্গে পূর্ণাঙ্গ কমিটির নামও ঘোষণা করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর