সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

আপডেট: August 11, 2022 |
print news

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় সাঈদ হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার বিকেল ৫টার দিকে সাতক্ষীরা-ভোমরা সড়কের বাদামতলায় এ দুর্ঘটনা ঘটে। সাঈদ হোসেন সদর উপজেলার গাঙনী গ্রামের আসগার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সাঈদ হোসেন বাদামতলা বাজারে একটি ভ্যানে বসেছিলেন। এ সময় ভোমরাগামী দ্রুতগতির একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাঈদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাকটি আটকে রাখে।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ অধিকারি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর