স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

আপডেট: August 12, 2022 |
print news

রাজধানীতে সাথী আক্তার নামে এক নারী স্বামীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর ৭ নম্বরের একটি বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী আবদুল হান্নানকে আটক করেছে পুলিশ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পারভেজ ইসলাম বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে আবদুল হান্নান সাথী আক্তারকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাথীকে মৃত ঘোষণা করেন।

স্বামী আবদুল হান্নানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর