আসন্ন এশিয়া কাপের সময়সূচি

আপডেট: August 14, 2022 |
print news

আগামী ২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতের ২টি ভেন্যুতে শুরু হবে এশিয়ার ক্রিকেটের শ্রেষ্টত্বের লড়াই। প্রত্যেকটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা থেকে।

এবারের আসরে অংশ নিচ্ছে এশিয়ার ৫টি টেস্ট খেলুড়ে দলের সঙ্গে একটি সহযোগী দেশ। এছাড়া মূলপর্বে জায়গা করে নেয়ার জন্য লড়বে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, হংকং এবং সিঙ্গাপুর। ২০ আগস্ট শুরু হওয়া এশিয়া কাপের বাছাইপর্ব চলবে ২৪ আগস্ট পর্যন্ত।

গ্রুপ ‘এ’ তে রয়েছে ভারত, পাকিস্তান ও বাছাই পেরিয়ে আসা দল। গ্রুপ ‘বি’ তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। গ্রপ পর্ব শেষে সেরা ৪টি দল উঠবে সুপার ফোরে। এখানে রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।

গ্রুপ পর্ব

তারিখ ম্যাচ গ্রুপ ভেন্যু সময়
২৭ আগস্ট শ্রীলঙ্কা-আফগানিস্তান বি দুবাই রাত ৮টা
২৮ আগস্ট ভারত-পাকিস্তান দুবাই রাত ৮টা
৩০ আগস্ট বাংলাদেশ-আফগানিস্তান বি শারজাহ রাত ৮টা
৩১ আগস্ট ভারত-বাছাই দল দুবাই রাত ৮টা
১ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা বি দুবাই রাত ৮টা
২ সেপ্টেম্বর পাকিস্তান-বছাই দল শারজাহ রাত ৮টা

সুপার ফোর

তারিখ ম্যাচ গ্রুপ ভেন্যু সময়
৩ সেপ্টেম্বর বি১-বি২ সুপার ফোর শারজাহ রাত ৮টা
৪ সেপ্টেম্বর এ১-এ২ সুপার ফোর দুবাই রাত ৮টা
৬ সেপ্টেম্বর এ১-বি১ সুপার ফোর দুবাই রাত ৮টা
৭ সেপ্টেম্বর এ২-বি২ সুপার ফোর দুবাই রাত ৮টা
৮ সেপ্টেম্বর এ১-বি২ সুপার ফোর দুবাই রাত ৮টা
৯ সেপ্টেম্বর বি১-এ২ সুপার ফোর দুবাই রাত ৮টা

ফাইনাল

১১ সেপ্টেম্বর ফাইনাল দুবাই রাত ৮টা

 

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর