কোয়ালিটিফুল ব্যাটসম্যান তৈরি করতে ১ বছর সময় চেয়েছেন সিডন্স

আপডেট: August 19, 2022 |
print news

পজিশন ধরে ধরে জাতীয় দলের জন্য কোয়ালিটিফুল ব্যাটসম্যান তৈরি করার জন্য বিসিবির কাছে ১ বছর সময় চেয়েছেন জেমি সিডন্স।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, সিডন্সের সঙ্গে কথা আগে থেকেই ছিল যে, শুধু জাতীয় দল নিয়ে কাজ করবে না, ডেভেলপমেন্টে কাজ করবে। ওরও ইচ্ছা এরকমই ছিল। কিন্তু এখানে আসার পর শুধু জাতীয় দলের সঙ্গেই ভ্রমণ করছে। ডেভেলপমেন্টে কাজই করতে পারছে না। জাতীয় দলের ব্যস্ততার ফাঁকে সময়ই পাচ্ছে না। সামনে সে মূলত ডেভেলপমেন্টে কাজ করবে।

বিসিবি সভাপতি আরও বলেন, আমরা যদি বয়সভিত্তিক দল, এইচপি এবং বাংলাদেশ টাইগার্সে যারা আছে তাদের সিডন্সের হাতে দেই, ওদের নিয়ে কাজ করে সে তৈরি করে দেবে। সে এক বছর সময় চাচ্ছে। এরপর সে ব্যাটিং পজিশন ধরে ধরে আমাদের ব্যাটসম্যান দিতে পারবে।

পাপন আরও বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে সিডন্স অবশ্যই জাতীয় দলের সঙ্গে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এশিয়া কাপে তাকে পাঠাব কিনা। না পাঠালে দলকে যেতে হবে ব্যাটিং কোচ ছাড়া- এটাও খারাপ। আবার সে গেলে এখানে ডেভেলপমেন্টের কাজ হবে না। অনেক ইস্যু আছে। এসব নিয়ে আলাপ-আলোচনা হচ্ছে। ২২ তারিখে আমরা আশা করি চূড়ান্ত করে ফেলব।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর