কেন্দ্রীয় ১৪ দলের সভা বৃহস্পতিবার

আপডেট: December 7, 2022 |
print news

আওয়ামী লীগ সমর্থিত কেন্দ্রীয় ১৪ দলের সভা আহ্বান করা হয়েছে। আগামী বৃহস্পতিবার এই সভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) আওয়ামী লীগের দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর নিউ ইস্কাটনে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর বাসভবনে সভাটি অনুষ্ঠিত হবে। এতে ১৪ দলের সকল শরীক দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪ দলের ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে সভায়। এছাড়া আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশও সভার আলোচ্য বিষয় হতে যাচ্ছে বলে জানা গেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ছন্দ হারিয়ে ফেলে ১৪ দল। তবে আমির হোসেন আমুর নেতৃত্বে টানা বৈঠকের মধ্য দিয়ে সক্রিয়তা বেড়েছে এই জোটের।

Share Now

এই বিভাগের আরও খবর