ফরিদপুরে ব্ল্যাকমেইলিং গ্রুপের ৬ সদস্য গ্রেফতার

আপডেট: December 7, 2022 |
print news

ফরিদপুরের মধুখালি থানাধীন এলাকায় আজ বুধবার  পুলিশ অভিযান চালিয়ে নারী সহ ৬ ব্ল্যাকমেইলকারীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন ফরিদপুরের মধুখালি থানার লিমা খাতুন (২৬) ও তার স্বামী-আশরাফুল খান ঠান্ডু(৩৯), রাজবাড়ী জেলার বালিয়াকান্দির অন্তরা আক্তার(১৯), মোঃ কবিরুজ্জামান রান্নু(৩৯), মোঃ শামিম আহম্মেদ(৩৫) এবং মোঃ আনোয়ার হোসেন(৪৫)।

এরা সকলে পেশা হিসেবে বেছে নিয়েছিলো ব্ল্যাকমেইলিং, তারা বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি এবং সমাজের প্রভাবশালী ব্যক্তিদেরকে ফুসলিয়ে ফাঁদে ফেলে বাড়িতে ডেকে এনে টাকাপয়সা হাতিয়ে নিত।
উপরোক্ত আসামীরা বিভিন্ন প্রভাবশালী এবং গণ্যমান্য ব্যক্তিকে ফুসলিয়ে দলের মহিলা সদস্যগণের বাড়িতে ডেকে আনে এবং পরবর্তীতে অন্যান্য আসামীরা ডিবি পুলিশ পরিচয় দিয়ে উক্ত ব্যক্তিদেরকে ব্ল্যাকমেইলের মাধ্যমে এবং সমাজে হেয় প্রতিপন্ন করার নিমিত্তে বিভিন্ন ধরনের অসামাজিক ছবি তুলে তাদেরকে ব্ল্যাকমেইল করে প্রচুর পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এই চক্রটির বিরুদ্ধে।

মধুখালি থানা ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বৈশাখী নিউজ ২৪ কে জানান এদের বিরুদ্ধে স্থানীয় ব্যাক্তি, মোহাম্মদ এনামুক বাদী হয়ে মধুখালি থানায় মামলা দায়ের করেন পরবর্তীতে পুলিশ আসামিদের কোর্টে চালান করেন।

Share Now

এই বিভাগের আরও খবর