এয়ার অ্যাস্ট্রার সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

আপডেট: December 7, 2022 |
print news

ব্র্যাক ব্যাংক লিমিটেড দেশের নতুন বেসরকারি এয়ারলাইন্স অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেড (এয়ার অ্যাস্ট্রা)-এর সাথে অনলাইন ও অফলাইন টিকিট বিক্রয়ের জন্য পেমেন্ট গেটওয়ে এবং পয়েন্ট-অব-সেল (পিওএস) সার্ভিস প্রদানের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

এই চুক্তির আওতায়, ভিসা, জেসিবি এবং মাস্টারকার্ড ব্যবহারকারী যাত্রীদের কাছ থেকে টিকিটের পেমেন্ট গ্রহণ করবে এয়ার অ্যাস্ট্রা। এয়ারলাইন্সের গ্রাহকরা অফিসিয়াল ওয়েবসাইট https://airastra.com/, মোবাইল অ্যাপ এবং দেশব্যাপী সেলস আউটলেটে পেমেন্ট করতে পারবেন।

এই পার্টনারশিপের মাধ্যমে ব্র্যাক ব্যাংক-এর অনলাইন মার্চেন্ট সার্ভিস পোর্টাল ব্যবহার করে, কার্ডের মাধ্যমে কেনা টিকিট ফেরত/বাতিল করার অনুরোধ দ্রুত প্রসেস করতে পারবে এয়ার অ্যাস্ট্রা।

পাশাপাশি, এয়ার অ্যাস্ট্রা ব্র্যাক ব্যাংক-এর ট্রানজ্যাকশন ব্যাংকিং সলিউশন ব্যবহার করবে, বিশেষ করে কর্পোরেট গ্রাহকদের জন্য ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম – কর্পনেট (CORPnet)- এর সুবিধা নেবে। এর ফলে, ইউটিলিটি বিল, ভ্যাট ইত্যাদি সহ বিভিন্ন পেমেন্ট করতে পারবে।

২৮ নভেম্বর ২০২২ ব্র্যাক ব্যাংক-এর প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংক-এর হেড অব রিটেইল ব্যাংকিং মোঃ মাহীয়ুল ইসলাম এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেড-এর চিফ এক্সিকিউটিভ অফিসার ইমরান আসিফ, পিএইচডি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং জাবেদুল আলম এবং হেড অব মার্চেন্ট অ্যাকোয়্যারিং খায়রুদ্দিন আহমেদ। অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোঃ শফিউল আসগর এবং হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মোজাম্মেল হক ভূঁইয়া। এছাড়াও, উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২৪ নভেম্বর, ২০২২ যাত্রা শুরু করে এয়ার অ্যাস্ট্রা। এয়ারলাইন্সটি দেশ ও বিশ্বের সাথে বাংলাদেশের যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই নতুন এয়ারলাইন্সকে পেমেন্ট গেটওয়ে, পয়েন্ট-অফ-সেল (পিওএস) ও ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ে উন্নত সার্ভিসের প্রতিশ্রুতি দিচ্ছে ব্র্যাক ব্যাংক।

উল্লেখ্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক লিমিটেড ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১৮৭টি শাখা, ৩৭৩ টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস, ৮৮০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৮ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। তের লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২০ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।

Share Now

এই বিভাগের আরও খবর