শহীদ বুদ্ধিজীবী দিবসে ইবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধা

আপডেট: December 14, 2022 |
print news

ইবি প্রতিনিধি : শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ এ শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মোস্তাফিজ রাকিব, কার্যনির্বাহী সদস্য তারিক সাইমুম, শাহরিয়ার কবির রিমন, খলিলুর রহমান জীম, সোহান সিদ্দিকী, ফারহানা নওশিন তিতলী, জাহিদ বিন ফিরোজ, মোস্তাক মোর্শেদ ইমন সহ প্রমুখ।

এর আগে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।

পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট, শাপলা ফোরাম, জিয়া পরিষদ, আবাসিক হলসমূহ, বিভিন্ন বিভাগ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর