নাটোরে কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২

আপডেট: December 20, 2022 |
2
print news

সিরাজগঞ্জের নাটোরে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি ৫৩ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে র‌্যাব-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আবুল হাশেম সবুজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য ১ কোটি টাকা।

কমান্ডার মো. আবুল হাশেম সবুজ জানান, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের ঈদগাহ মাঠের সামনে অভিযান চালানো হয়। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ১ কেজি ৫৩ গ্রাম হেরোইন জব্দ হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর