দি মারিয়া এখনই অবসর নিচ্ছেন না

আপডেট: December 25, 2022 |
print news

বিশ্বকাপ শেষেই জাতীয় দল থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথা গত জুন মাসে জানিয়েছিলেন আনহেল দি মারিয়া।

তবে ৩৪ বছর বয়সী এই খেলোয়াড় তার সিদ্ধান্ত থেকে সরে আসছেন বলে সংবাদ প্রকাশ করেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’।

প্রতিবেদনে বলা হয়, দি মারিয়া তার সিদ্ধান্ত পাল্টেছেন। ফলে লিওনেল মেসির পথেই হাঁটবেন তিনি। মেসি যেমন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্টিনার জার্সিতে আরও কিছুদিন খেলতে চান, দি মারিয়াও বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে খেলা চালিয়ে যেতে চান জাতীয় দলে।

প্রীতি ম্যাচ, বিশ্বকাপ বাছাইপর্ব এমনকি ২০২৪ কোপা আমেরিকার জন্যও তাকে পাওয়া যেতে পারে। তবে কত দিন পর্যন্ত খেলবেন, তা নিশ্চিত নয়। চ্যাম্পিয়ন হিসেবে খেলাটা উপভোগ করতে চান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর