নেত্রকোণায় আইএফআই সি ব্যাংকের উপশাখা উদ্বোধন

আপডেট: January 30, 2023 |
inbound9023417093400591488
print news

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ “সব ব্যাংকিং সেবা নিয়ে আইএফআই সি ব্যাংক এখন আপনার দোরগোড়ায় এই স্লোগানকে সামনে রেখে” নেত্রকোণায় আইএফআই সি ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে।

আজ সকালে এ.আর. টাওয়ার বিল্ডিং এ কুরপাড় শাখা ব্যবস্থাপক নেত্রকোণা

মোঃ কাওসার সুমন এর সভাপতিত্বে আইএফআই সি ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কুরপাড় উপশাখার মাহবুবুল আলম (শাহীন) ,মার্কেটিং অফিসার আতিকুর রহমান, আবু রায়হান সনিসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও ব্যবসায়ীরা।

 

Share Now

এই বিভাগের আরও খবর