ইবির চারুকলা বিভাগের নতুন সভাপতি ড. আক্তারুল

আপডেট: February 1, 2023 |
inbound1953032103537825133
print news

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের নতুন সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চারুকলা বিভাগের সভাপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোঃ মামুনুর রহমানকে ৩০ জানুয়ারি ২০২৩ তারিখে অব্যাহতি দেওয়া হলো।

তার স্থলে ৩১ জানুয়ারি ২০২৩ তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চারুকলা বিভাগের সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম কে উপাচার্য ড. শেখ আবদুস সালাম নিয়োগদান করেছেন।

এ পদে দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ-সুবিধা পাবেন।

Share Now

এই বিভাগের আরও খবর