বঙ্গবন্ধুর সমাধিতে মোংলা বন্দর চেয়ারম্যানের শ্রদ্ধা

আপডেট: February 2, 2023 |
received 905019803867440 1 11zon
print news

বাগেরহাট প্রতিনিধি: মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী,ওএসপি, এনপিপি, এনডিসি, পিএসসি বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।

আজ মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ সচিব মোঃ মাকরুজ্জান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।

এসময় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে আরও উপস্থিত ছিলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের মো: শাহীনুর আলম, পরিচালক (প্রশাসন), কালাচাঁদ সিংহ (সচিব), কমান্ডার মোমেন উল্লাহ মোহাম্মদ জিয়াউল ইসলাম, প্রধান প্রকৌশলী(মেরিন), কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদী, প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও বন্দরের অন্যান্য কর্মকর্তা।

সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতাসহ  ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, ওএসপি, এনপিপি, এনডিসি, পিএসসি গত ২৫ জানুয়ারি মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন।

Share Now

এই বিভাগের আরও খবর