ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ পনিরকে সংবর্ধনা দিয়েছে এইচআরপিবি

আপডেট: February 10, 2023 |
inbound3373214703344273707
print news

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস বাংলাদেশ (এইচআরপিবি) ঝালকাঠি শাখার উপদেস্টা অ্যাড. খান সাইফুল্লাহ পনির ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সংগঠনের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইচআরপিবি ঝালকাঠি শাখার সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি অ্যাড. আককাস সিকদার। অনুষ্ঠানে খান সাইফুল্লাহ পনিরকে ফুল এবং ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয়।

এইচআরপিবি সাধারণ সম্পাদক অ্যাড.তরিকুল ইসলাম খোন সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, ঝালকাঠি পৌর প্যানেল মেয়র তরুন কুমার কর্মকার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল মান্নান রসুল,
জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন আনু, বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক চিত্তরঞ্জন দত্ত ও দুলাল সাহা, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোঃ সুলতান হোসেন, বিশিস্ট ব্যবসায়ী সামশুল হক মনু, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. বনি আমীন বাকলাই ও এইচআরপিবি সদস্য অ্যাড. সেলিম
মাহমুদ খান। অনুষ্ঠনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ মাও. আব্দুর রশীদ, এইচআরপিবি উপদেস্টা দৈনিক অজানা বার্তা সম্পাদক এস.এম.এ রহমান কাজল, উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান
শিক্ষক আনিসুর রহমান পলাশ, সরকারি হরচন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আফজাল হোসেন, সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাইনুল ইসলাম মান্না, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি জাফরিন ফারজানা শিমুল, সহকারী শিক্ষক সমাজের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, এইচআরপিবি অর্থসম্পাদক অ্যাড. হাফিজুর রহমান বাবু প্রমুখ।

একই অনুষ্ঠানে টানা ১১ বার ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় এইচপিবির উপদেস্টা অ্যাড. আব্দুল মান্নান রসুলকে এবং প্রথমবার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এইচআরপিবি সাংগঠনিক সম্পাদক অ্যাড. বনি আমীন বাকলাইকে ক্রেস্ট প্রদান করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর