ভারত যাচ্ছে ‘মাধব মালঞ্চী’র টিম


দেশের শীর্ষসারির নাট্যদল থিয়েটার আর্ট ইউনিটের ‘মাধব মালঞ্চী’ টিম এবার ভারত যাচ্ছে। মৈমনসিংহ গীতিকা অবলম্বনে বিভাস চক্রবর্তী রচিত নাটকটি দুটি প্রদর্শনীর জন্য বুধবার (১৫ ফেব্রুয়ারি) দলটি ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে।
কলকাতার নাট্যদল অনীকের ২৫ বছর উপলক্ষে গঙ্গা-যমুনা নাট্য উৎসবে আগামী ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় তপন থিয়েটারে ‘মাধব মালঞ্চী’ নাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ উৎসবে শুধুমাত্র বাংলাদেশের নাট্যদলের নাটক প্রদর্শিত হবে।
এরপর থিয়েটার আর্ট ইউনিট যাবে মুর্শিদাবাদের বহরমপুরে। সেখানে প্রান্তিকের ৫৫ বছর উপলক্ষে হাজারদুয়ারী রঙ্গঁউৎসবে আগামী ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা রবীন্দ্র সদন মঞ্চে অনুষ্ঠিত হবে ‘মাধব মালঞ্চীর’ আরেকটি প্রদর্শনী।
মৈমনসিংহ গীতিকা অবলম্বনে বিভাস চক্রবর্তী রচিত ‘মাধব মালঞ্চী’ নাটকটির নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী। এটি থিয়েটার আর্ট ইউনিটের ৩৬তম প্রযোজনা।