গাজীপুরে খেলাফত যুব মজলিসের সম্মেলন


গাজীপুর প্রতিনিধি:গাজীপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিস গাজীপুর জেলা শাখার সম্মেল অনুষ্ঠিত হয়েছে।
খেলাফত যুব মজলিস গাজীপুর জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকালে মহানগরীর টেকনগপাড়া সাগর সৈকত কনভেনশন হল এ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি হাফেজ কাজী নিজামুদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা ইসমাঈল নূরপুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ন মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলার সাধারণ সম্পাদক মাওলানা গাজী রুহুল আমিন,বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ঢাকা জেলা উত্তরের সভাপতি মাওঃ আবদুল্লাহ বিন ক্বাসিম,বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ ।
সম্মেলনে প্রধান অতিথি বলেন, দলের মহাসচিব লাখো জনতার আইডল আল্লামা মামুনুল হক সহ সকল কারাবন্দী আলেমকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে আলেমদের মুক্তি দেওয়া ছাড়া দেশের শান্তি ফিরে আসবে না।
তিনি আরো বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনসাধারণের নাগালের বাইরে চলে গেছে, অথচ সরকার বলছে দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে, মানুষ বাঁচলে উন্নয়ন। জনগণ খেয়ে পড়ে বেঁচে থাকলে দেশ টিকবে।
বর্তমানে আইন-শৃঙ্খলার অবনতি দিন দিন বেড়েই চলছে, এভাবে চলতে থাকলে দেশে আইন বলে কিছু থাকবে না, ভাই সরকারকে বলতে চাই, আইনের শাসন গড়ে তুলুন দেশের স্মৃতিশীলতা ফিরে আসবে।
এ সময় খেলাফত যুব মজলিস গাজীপুর জেলা শাখার নেতৃবৃন্দু উপস্থিত ছিলেন।