ভূমিকম্পের দশম দিনে তুরস্কে ধ্বংসস্তূপে আটকা মা ও দুই শিশুকে জীবিত উদ্ধার

আপডেট: February 16, 2023 |
boishakhinews 35
print news

ভূমিকম্পের দশম দিনে তুরস্কের আন্তাকিয়া থেকে মা ও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।  তারা প্রায় ২২৮ ঘণ্টা ধ্বংসস্তূপে আটকা ছিলেন। খবর আলজাজিরার।

আনাদোলু নিউজ এজেন্সি সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ওই নারীর নাম ইলা ও তার দুই সন্তান মেইসাম ও আলী। তাদের বিধ্বস্ত অ্যাপার্টমেন্টের ব্লক থেকে উদ্ধার করা হয়।

এর আগে তুরস্কের কাহরামানমারাস শহরে একটি ধ্বংসস্তূপের নিচ থেকে নয় দিন পর এক নারীকে জীবিত উদ্ধার করা হয়। তার নাম মেলিক ইমামোগ্লু। তাকে উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভূমিকম্পের আঘাতে তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ছাড়িয়েছে।  এর মধ্যে কেবল তুরস্কেই মারা গেছে ৩৫ হাজারের বেশি মানুষ।  সিরিয়ায় ৫ হাজার ৮০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

তুরস্ক ও সিরিয়া ছাড়াও লেবানন, সাইপ্রাসের মতো প্রতিবেশী দেশগুলোতেও ওই ভূকম্পন অনুভূত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর