মহেশপুর সীমান্তে ৪ লাখ টাকার কচ্ছপ জব্দ

আপডেট: February 19, 2023 |
inbound937448817444561227
print news

টিপু সুলতান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সীমান্তে বিদেশি প্রজাতির ৪৭টি কচ্ছপ জব্দ করেছে ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার দিবাগত রাত ২টার দিকে মহেশপুর উপজেলার মাটিলা বিওপির জওয়ানরা বিদেশি প্রজাতির এ কচ্ছপগুলো জব্দ করে। ৫৮ বিজিবি পরিচালক মাসুদ পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বিদেশি প্রজাতির কচ্ছপ ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসবে।

ওই সংবাদের ভিত্তিতে মাটিলা বিওপির এক টহল দল মালিকবিহীন অবস্থায় বিদেশি প্রজাতির ৪৭টি (বড়-০৪টি, মাঝারি-০৭টি এবং ছোট-৩৬টি) কচ্ছপ জব্দ করে।

তিনি আরও জানান, ওই কচ্ছপ গুলো বন্যপ্রানি সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী অনুমোদন ব্যতিত এক দেশ হতে অন্য দেশে পাচার করার অপরাধে জব্দ করা হয়।

পরে জব্দ করা কচ্ছপগুলো খুলনার বন্যপ্রানি ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সংরক্ষণ বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

জব্দ কচ্ছপ এর সিজার মূল্য ৩,৯১,০০০/-( তিন লক্ষ একানব্বই হাজার) টাকা।

Share Now

এই বিভাগের আরও খবর