দেশের মানুষ আমাকে ভালোবাসে বলে আজ আমি হিরো আলম

আপডেট: February 23, 2023 |
inbound6039707520139300479
print news

সিলেট প্রতিনিধি: ‘সিলেটের মানুষ আমাকে অনেক ভালবাসেন। এই ভালবাসার করনে আমি সিলেটে বার বার আসি। আমি আপনাদের সেবা করতে চাই। দোয়া করবেন আপনাদের সেবা করতে যাতে জনপ্রতিনিধি হিসেবে মনোনীত হতে পারি।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে হযরত শাহ জালাল (রাহ:) মাজার জিয়ারতে শেষে এসব কথা বলেন দেশের বহুল আলোচিত অভিনেতা ও ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। এ সময় মাজার প্রাঙ্গণে তাকে দেখেতে অসংখ্য ভক্ত শুভাকাঙ্খী জড়ো হন।

এর আগে বুধবার সকালে তিনি সিলেট এসে পৌঁছান। জিয়ারত শেষে দুপুরে তিনি সিলেটের স্থানীয় এক যুবকের উদ্যোগে শহরতলীর বাদাঘাট নিলগাঁওয়ে কতুব উদ্দিনের পরিবারকে ঘর নির্মাণের নগদ অর্থপ্রদান করেন।

হিরো আলম বলেন, ‘নির্বাচনের পূর্বে নিয়ত করেছিলাম দোয়া নিতে বাবার দরবারে হযরত শাহ জালাল (রহ:) মাজার আসবো। তাই সুযোগ পেয়ে এসেছি।

সকালে সিলেট এসে পৌঁছাই। সারা দেশের মানুষ আমাকে ভালোবাসে বলে আজ আমি হিরো আলম।’

ভালো সিনেমায় কাজ করতে চান বলে জানান তিনি। একই সাথে রাজনীতি চালিয়ে জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Share Now

এই বিভাগের আরও খবর