বগুড়ায় ২০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

আপডেট: February 28, 2023 |
inbound5339038748272563262
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুইটি অভিযানে ২০০(দুই’শ) বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ২৭ ফেব্রুয়ারি বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের “ক” সার্কেল টীম বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে ১২০(এক’শ বিশ) বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ মেহেদী হাসান(২৪) কে গ্রেফতার করে।

এরপর অপর আরেকটি অভিযানে ৮০ (আশি) বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ সৈকত হোসেন(২২) নামে এক জনকে গ্রফতার কার হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মেহেদী হাসান ও সৈকত হোসেন হলেন-দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বাসিন্দা।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মেহেদী ও সৈকতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আবির হাসান ও পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খাঁন বাদী হয়ে বগুড়ার শেরপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর