তানোরে জনপ্রতিনিধির জনবিরোধী কাজ

আপডেট: March 1, 2023 |
inbound2787001464290679475
print news

আলিফ হোসেন,তানোর প্রতিনিধিঃ রাজশাহীর তানোরের তালন্দ ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগ সভাপতি এবং
চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু তার পুত্র ও কন্যার নামে দুটি গভীর নলকুপের অপারেটর নিয়োগ নিয়ে সেচ চার্জ আদায়ের নামে কৃষকদের কাছে থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, চেয়ারম্যান পুত্র ওবাইদুর রহমান বাবার প্রভাববিস্তার করে কৃষকদের রীতিমতো শোষণ করে চলেছেন।

কিন্ত্ত চেয়ারম্যান পুত্র বলে সাধারণ কৃষকেরা কেনো প্রতিবাদ করতে পারছে না।

এ ঘটনায়  অপারেটরের অপসারণ ও স্কীমভুক্ত  কৃষকের মতামতের ভিত্তিতে নতুন অপারেটর নিয়োগের দাবিতে কৃষকেরা ডাকযোগে স্থানীয় সাংসদ, বিএমডিএ’র চেয়ারম্যান ও নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) জেল নম্বর ১৫০ লালপুর মৌজায় ৭০১ নম্বর দাগে অবস্থিত বিএমডিএ’র গভীর নলকুপের অপারেটর ইউপি চেয়ারম্যানের পুত্র ওবাইদুর রহমান।

কৃষকেরা জানান, ক্ষমতাসীন দল ও বাবার দাপট দেখিয়ে  ড্রেন মেরামত, লাইনম্যান ভাতা, ট্রান্সফরমার মেরামত, ভোল্টেজ বাড়ানো, নৈশপ্রহরী ভাতা, অফিস খরচ ইত্যাদি অজুহাতে কৃষকদের কাছে থেকে সেচ চার্জ আদায়ের নামে জোরপুর্বক টাকা আদায় করছেন, না দিলে জমিতে নিয়মিত সেচ দেন না।

এছাড়াও তিনি গভীর নলকূপের আয়-ব্যয়ের কোনো হিসাব কাউকে দেন না।

কৃষক জামিল, জামাল ও হাসান অভিযোগ করে বলেন, তিনি  সময় মতো সাধারণ কৃষকের ফসলের জমিতে সেচ দেন না, আবার চেয়ারম্যানের পুত্র বলে তাকে তারা কিছু বলতে পারেন না।

কৃষকেরা জানান, এই গভীর নলকুপ স্কীমে প্রায় ২৫০ বিঘা আলুচাষ হয়েছে। এর মধ্যে প্রায় ১০০ বিঘা প্রজেক্ট এবং বাঁকি প্রায় ১৫০ বিঘা সাধারণ আলুচাষিদের।

কিন্ত্ত উপজেলা সেচ কমিটির নির্দেশনা লঙ্ঘন বিঘা প্রতি ১৫০০ টাকা থেকে ২০০০ টাকা করে সেচ চার্জ আদায় করা হচ্ছে। এ ঘটনায় কৃষকদের মাঝে চরম উত্তেজনা ও বিস্ফোরণ পরিস্থিতি বিরাজ করছে।

এবিষয়ে জানতে চাইলে অপারেটর ওবাইদুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার বাবার সুনাম নস্ট করতে কিছু মানুষ এসব অপপ্রচার করছে।

তিনি বলেন, বিঘা প্রতি ১৫০০ টাকা সেচ চার্জ নিচ্ছেন। এবিষয়ে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী মাহাফুজুর রহমান বলেন, অভিযোগ পেলে অপারেটর পরিবর্তনের ব্যবস্থা করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর